বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭টি জাহাজ উন্মুক্ত স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

অনলাইন ডেস্ক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমে ১০টি ম্যাচের একটিতেও জিততে না পারায় প্রধান কোচ ভিতোর পেরেইরাকে বরখাস্ত করেছে উলভস।

শনিবার ফুলহামের কাছে ৩-০ গোলে পরাজয় ছিল লিগে উলভসের অষ্টম হার। দলটি বর্তমানে টেবিলের সর্বনিম্ন স্থানে রয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে উলভসের দায়িত্ব নিয়েছিলেন পেরেইরা। গত সেপ্টেম্বরে নতুন করে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি।

কিন্তু গত সপ্তাহে বার্নলির কাছে ৩-২ গোলে হারের পরই সমর্থকদের একাংশ পেরেইরার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। ম্যালিনেক্সে ম্যাচ শেষের পর উত্তেজিত সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

উলভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পেরেইরার আটজন ব্যাকরুম স্টাফকেও বরখাস্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই মেয়াদে ফলাফল এবং পারফরম্যান্স গ্রহণযোগ্য মানদণ্ডের নিচে নেমে গেছে। যার ফলে নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উলভসের অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-১৮ দলের প্রধান কোচ জেমস কলিন্স এবং রিচার্ড ওয়াকার প্রধান কোচ নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন।

এই মৌসুমে কারাবাও কাপ থেকেও ছিটকে গেছে উলভস। ওয়েস্ট হ্যাম এবং এভারটনকে হারালেও বুধবার শেষ ষোলোতে চেলসির কাছে হেরে বিদায় নেয় দলটি।

গত ডিসেম্বরে উলভসে গ্যারি ও’নিলের স্থলাভিষিক্ত হন পেরেইরা। তখন পয়েন্ট টেবিলের ১৯তম অবস্থানে ছিল উলভস। অবশ্য মৌসুম শেষে উলভসকে ১৬তম স্থানে রেখে অবনমন এড়িয়েছিলেন তিনি।

গত গ্রীষ্মে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারান পেরেইরা। যার মধ্যে ম্যাথিউস কুনহা ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে, রায়ান আইত-নৌরি ৩১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে চলে যান। এছাড়া, অধিনায়ক নেলসন সেমেডো চুক্তি শেষ হওয়ায় ফেনারবাচেতে চলে যান। নরওয়ের স্ট্রাইকার জর্গেন স্ট্র্যান্ড লারসেনের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও মৌসুমে অস্থিতিকর পরিস্থিতির তৈরি করে।

এসব ঘটনায় উলভসকে নিয়ে এবারের মৌসুমটা ভালো করতে পারেনি কোচ পেরেইরা। ফলে ১০ ম্যাচে ৮টিতে হার ও দুটিতে ড্র করে মাত্র দুই পয়েন্ট অর্জন করায় তাকে চাকরিচ্যুত করল উলভস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর