মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি বলিউডের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে যে কারণে ক্ষুব্ধ পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার

বাগেরহাট প্রতিনিধি: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম দম্পতি তাদের কন্যাসন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা গ্রামজুড়ে ২০০টিরও বেশি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন।

গত শুক্রবার থেকে রবিবার (৯ নভেম্বর) পর্যন্ত তিনদিনব্যাপী এই দম্পতি কালশিরা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, কদবেল, কালোজাম, সফেদা ও আপেলকুলসহ নানা জাতের ফলের চারা বিতরণ করেন।

চলতি বছরের ২০ মে মাধব–সাথী দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সম্প্রীতি ব্রহ্ম মৌলী। প্রকৃতি ও সমাজের সঙ্গে তাদের সন্তান জন্মের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নিয়েছেন তারা। এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।

কালশিরা গ্রামের প্রবীণ বাসিন্দা নারদ রায় বলেন, ‘সন্তান জন্ম উপলক্ষে গ্রামজুড়ে ফলজ গাছ বিতরণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে গ্রামের পরিবেশ যেমন সমৃদ্ধ হবে, তেমনি শিশুর জন্মের আনন্দও সমাজের সঙ্গে ভাগ হলো। সবাই যদি এমন চিন্তা করত, তাহলে দেশ আরও সবুজ-সমৃদ্ধ হতো।’

জানা গেছে, ২০১৩ সালে বিয়ের পর নিজেদের বৌভাতে খরচ বাঁচিয়ে এলাকার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছিলেন এই দম্পতি। গত পাঁচ বছর ধরে তারা কালশিরা, রুইয়াকুল, শ্রীরামপুর ও বেন্নাবাড়ি গ্রামের নবজাতক জন্ম নেওয়া প্রতিটি পরিবারে গাছের চারা উপহার দিয়ে আসছেন।

মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম বলেন, ‘আমাদের মেয়ে সম্প্রীতির জন্মের পর আমরা চেয়েছি তার বড় হওয়া গ্রামটি যেন আরও সবুজ হয়। এজন্য কয়েক মাস ধরে টাকা জমিয়ে, আত্মীয়-স্বজনের উপহারের অর্থ যোগ করে চারা কিনেছি। আমরা চাই, এই গাছগুলো আমাদের মেয়ের সঙ্গে বড় হোক, আর একদিন ফলে ফলে ভরে উঠুক পুরো গ্রাম। মেয়ের জন্মের আনন্দটা শুধু আমাদের নয়, সমাজ ও প্রকৃতিরও হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর