মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পেয়েছেন টি. এম. মোশাররফ হোসেন। তিনি বর্তমানে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার এসপি পদে রদবদল আনা হয়।

টি. এম. মোশাররফ হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ২০০৮ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাধ্যমে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছিল। এক বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে জেলাজুড়ে বেশ প্রশংসা কুড়ান তিনি। এবার নতুন দায়িত্ব পেলেন নোয়াখালীর জেলা পুলিশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর