বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় এতিমদের মাঝে খাবার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি : / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআনখানি, বিভিন্ন মাদ্রাসায় এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তাদের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলাদাভাবে দোয়া করা হয়। এছাড়া একই দিনে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

দলীয় নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কুমিল্লা–৬ আসনে ধারাবাহিকভাবে দোয়া, এতিমখানায় খাবার বিতরণ, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে। যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর