মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি ভারতীয় অলরাউন্ডারের

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নতুন এক অনন্য কীর্তির মালিক হলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে ও বলে সমান পারদর্শিতায় ভারতের এই অলরাউন্ডার গড়েছেন এমন এক রেকর্ড, যা এর আগে কোনো পেস অলরাউন্ডারের নামের পাশে ছিল না।

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটার হিসেবে দুই হাজার রানের কাছাকাছি পৌঁছে যাওয়া হার্দিক পান্ডিয়া গতকাল রবিবার ধর্মশালায় নিজের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে জিতেশ শর্মার হাতে ক্যাচ বানিয়ে নেন। এর মধ্য দিয়েই পূর্ণ হয় তার শততম উইকেট।

এই উইকেটের সুবাদে হার্দিক পান্ডিয়া ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রান ও একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এর আগে এই তালিকায় ছিলেন মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, সিকান্দার রাজা ও বীরান্দিপ সিং।

তবে হার্দিক পান্ডিয়াকে আলাদা করে তুলেছে তার বোলিং ধরণ। তালিকাভুক্ত অন্য চার জনই স্পিন অলরাউন্ডার হলেও হার্দিক একজন পেস অলরাউন্ডার। ফলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রান ও একশ উইকেট নেওয়া প্রথম পেস অলরাউন্ডার হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

এর আগেও ব্যাট হাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়েছিলেন হার্দিক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশ ছক্কার মাইলফলক স্পর্শ করা ভারতের প্রথম খেলোয়াড় তিনি। একই সঙ্গে এক হাজারের বেশি রান, একশর বেশি ছক্কা ও একশ উইকেট নেওয়া বিশ্ব ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখান হার্দিক পান্ডিয়া।

এই কীর্তিতে তার আগে ছিলেন সিকান্দার রাজা, মোহাম্মদ নবী ও বীরান্দিপ সিং। ব্যাটে ঝড়, বলে গতি এই দুইয়ের সমন্বয়ে হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের অবস্থান আরও শক্ত করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর