মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি বলিউডের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে যে কারণে ক্ষুব্ধ পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে একটি বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। পরে সেখানে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের অহংকার ও গৌরবের দিন। তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতি, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে যে ঐক্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর