রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় নগরীর শাহ্মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীদের ৩৪ জনের একটি দল পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার গভীর রাতে সিলিন্দা বটতলা এলাকায় একদল ছিনতাইকারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল বর্ণীত স্থানে অভিযান চালালে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে তাদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র।