বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন না, বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের গার্জিয়ান। উনি ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে। উনি ঠিক না থাকলে বাংলাদেশ ঠিক থাকবে না। শনিবার সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া না থাকলে কি ক্ষতি হবে তা আমি বুঝি। তোমরা কর্মীরা বুঝবে না। এজন্য তিনি সকল নেতাকর্মীকে অন্তর থেকে মহান রাব্বুল আলামিনের কাছে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করার আহবান জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার জন্য দুই হাত তুলে নেতাকর্মীরা আল্লাহর দরবারে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।