নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার একমাত্র পৌরবাজারের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তারা।
ফুটপাতে ভাসমান ব্যবসায়ী, হকার, অবৈধ পার্কিং, অটোরিকশা ও অতিরিক্ত ইজিবাইক ইত্যাদি কারণে ব্যস্ততম রাস্তাগুলোতে দিনের বেশির ভাগ সময় লেগে থাকে যানজট। ফুটপাত দখল করে ব্যবসা করছেন শত দোকানিরা। এতে পৌর এলাকার বাজারে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে।
সরেজমিনে দেখা যায়, সোনাইমুড়ি কলেজ রোড মোড়, ছাতারপাইয়া রোড, স্টেশান রোডের দুই পাশে ফুটপাত দখল করে ব্যবসা করছেন অংসখ্য দোকানিরা। এবং কি রাস্তা দুই পাশে ভ্যানগাড়ী করে ব্যবসা করে দোকানিয়া।বাজারে বিভিন্ন মার্কেট সামনে মোটরসাইকেল অবৈধ পার্কিং করে রাখে। এতে করে সিএনজি, অটেরিক্সা ও পথচারী চলাচলে বিঘট ঘটছে। আর এ কারণে নিত্য যানযট লেগে থাকে এসব স্থানে।
অপরিকল্পিত সোনাইমুড়ী উপজেলার একমাত্র বাজার পৌর বাজার ফলে বিশেষ করে ব্যবস্থাপনার মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে রয়েছে সমন্বয় ও সমঝোতার অভাব। যে কারণে সোনাইমুড়ী পৌর বাজার রাস্তা-ঘাট, ড্রেন, ফুটপাতের উন্নয়ন হলেও স্বস্তি মিলছে না । যানজটমুক্ত সোনাইমুড়ী গড়তে প্রয়োজন দখলমুক্ত ফুটপাত এমনটি মনে করছেন অনেকে।
পথচারীরা জানান, সোনাইমুড়ী স্পিনিং এর পোল থেকে পোস্ট অফিস পর্যন্ত দখল হয়ে গেছে ফুটপাতও। বসানো হয়েছে ফলসহ বিভিন্ন পণ্যের দোকান।সোনাইমুড়ি স্টেশন রোড, ফার্নিচার দোকানিরা ড্রেন উপর ও রাস্তা দুইপাশে ফার্নিচার রেখে বিক্রয় করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুদিন ভ্রাম্যমান আদাল পরিচালনা করার পর কিছুটা স্বস্তি আসলেও দুই এক ঘণ্টা পর আবার আগের মত হয়ে যায়।