মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও দেশীয় পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল জব্দ করা হয়।
অভিযানকালে পাচারকাজে জড়িত ২২ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।