জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ। জয়পুরহাট শহরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ (১১) গত ২৩ ডিসেম্বর-২০২৫ থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা মো: মোশারফ গত বুধবার জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ ডিসেম্বর-২০২৫ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জিহাদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ জিহাদের স্থায়ী ঠিকানা জেলার শান্তিনগর এলাকায়। তার বয়স ১১ বছর এবং উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা এবং মাথায় ছোট কালো চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি লাল রঙের জ্যাকেট ছিল। সে বাংলা ভাষায় কথা বলে।