মোঃ ময়নাল হক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা
প্রতিনিধি
আন্তর্জাতিক ইসলামিক স্কলারস, মোটিভেশনাল স্পীকার, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অত্যন্ত প্রহরি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মিশর আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ সৈয়দ হাসান আল আযহারীকে সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান কানযুল ঈমান মডেল মাদ্রাসা।
সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা সিগ্ধ হয়ে ড. সৈয়দ হাসান আল আযহারী হুজুর শাহজাদপুর উপজেলা বাসীকে উদ্দেশ্য করে বলেন,,আপনাদের সুনামধন্য উপজেলায় একটি মানসম্পন্ন দ্বীনি প্রতিষ্ঠানে আপনার আদরের সোনামণি সন্তানদের ভর্তি করে একজন সুনাগরিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। কানযুল ঈমান মডেল মাদ্রাসার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআত শাহজাদপুর উপজেলা শাখার পক্ষে সৈয়দ হাসান আল আযহারীকে ফুলের তোরণ দিয়ে শুভেচ্ছা ও শাহ মগদুম শাহ শহীদ ইয়ামেনী রহ এর পূর্ণভুমিতে স্বাগতম জানান। এসময়ে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুস ছালাম, মোঃ আলমগীর হোসাইন, সবুজ আহমেদ সাকি,,জানে আলম জান্নু, আবুল কালাম,,,মোঃ ময়নুল হক,, মোহাম্মদ রায়হান,,মোহাম্মদ আবুল হাশেম,,মাহি, রাশেদ সহ কানযুল ঈমান মডেল মাদ্রাসা ও আহলে সুন্নাত ওয়াল জামাআত সম্মিলিত পরিষদের সদস্য।