রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে গোদাগাড়ী থানা পুলিশের হস্তক্ষেপ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে থানা সূয়ত্রে জানা গেছে।#