রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের টানা চতুর্থ জয়

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুতে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে আগেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরুটা করে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ওপেনার অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সময় ৭ দশমিক ৩ ওভারে দলের সংগ্রহ ছিল ৫৩ রান। ১০ দশমিক ৪ ওভারে স্কোর দাঁড়ায় ৭১, তখনই আসে প্রথম উইকেট।

হান্টারের পরিবর্তে নামা ওরলা প্রেন্ডারগাস্ট করেন ১২ রান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান অধিনায়ক গ্যাবি লুইস। ৫৮ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও টাইট বোলিংয়ে শেষ দিকে ছন্দ হারায় আয়ারল্যান্ড। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪৩ রান, হাতে ছিল ৮ উইকেট। তবে চাপ সামলাতে না পেরে ২০ ওভারে থামে ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার, নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ১৩ রানেই আউট হন ওপেনার জুরাইয়া ফেরদৌস (১১)। তবে দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও শারমিন আক্তারের জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৭০ রান। দিলারা ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও শারমিন আক্তার তুলে নেন দারুণ ফিফটি-৪৫ বলে ৫২ রান।

শেষদিকে ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংসের গতি বাড়ান সোবহানা মোস্তারি। ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান। আয়ারল্যান্ডের হয়ে জেনি মেগুইরি ও আর্লেনি কেলি নেন দুটি করে উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর