নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও গতিশীল করতে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার বলেন, নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা, মানবিক আচরণ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
তিনি গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও তৃণমূলমুখী ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথাও উল্লেখ করেন পুলিশ সুপার।
সভায় জেলার প্রতিটি থানার ওসি তাদের এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সফল অভিযান, প্রতিদিনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর,ডিআইও ১সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।