কক্সবাজারের মহেশখালী উপকূলের পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত শনিবার (৩ জানুয়ারি ) রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া “এফ বি আল্লাহর দান-২” নামের একটি ফিশিং বোট ডাকাত দলের হামলার শিকার হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নেয় এবং জেলেদের বোটসহ সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার অভিযানের সময় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রবিবার (০৪ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।