বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ
মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ স্থানীয় সরকার প্রকৌশলের প্রকল্পের অর্থ ছাড়ে ইসির সম্মতি ইসি–সেনাসদর সমন্বয়ে পার্বত্য ভোটে আকাশপথ ব্যবহার ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক ছাত্রের ছাত্রদলে যোগদান ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের যোগদান কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নাটোরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসিকে জরিমানা সর্বস্ব হারানোর শঙ্কায় ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের যোগদান

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
-ফাইল ছবি।

গাজা সংকট নিরসনে এখন পর্যন্ত সৌদি আরবসহ ৮টি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।

খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় ২১ জানুয়ারি বুধবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডে যোগদানের নথিতে স্বাক্ষর করবে। এর মধ্যে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই এই উদ্যোগে যোগদানের সম্মতি জানিয়েছিল।

যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তারা জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ২৮০৩-এর আওতায় গৃহীত গাজা সংঘাত অবসানের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী ‘বোর্ড অব পিস’-এর ম্যান্ডেট বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, এই বোর্ড একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে ভিত্তি করে ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর