মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তথ্য গোপন না রাখায় এমপি শিমুল পরিচয়ে জেলারকে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকি

নাসিম নাটোর প্রতিনিধি : / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মোঃ কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে এমপি শিমুল পরিচয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোঃ রাসেল বৃহস্পতিবার বিকেলে নাটোর থানায় জিডি করেছেন।
নাটোর থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় ৯১৭০৪৪২৩৭৭৬৯ হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোঃ রাসেলের সাথে কথা বলেন। জেলার রাসেল কথা বলে নিশ্চিত হন কল দাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল। এ সময় সাবেক এমপি শিমুল জেলারকে বলেন, এমপির ঘনিষ্টসহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামী মোঃ কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান। বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন। নাটোর কারাগারে থাকা বন্দী কোয়েলকে ১৫দিন আগে অন্য মামলায় হাজিরা দেয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল নাটোর কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নম্বর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯মিনিটে একই নম্বর থেকে হুমকি দিয়ে জেলার শেখ মোঃ রাসেলকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পরপর দুটি ম্যাসেজ পাঠায়। প্রথম ম্যাসেজে বলা হয়, “ আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌ সহ আপনার পরিবার কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন”। অপর ম্যাসেজে বলা হয় “ আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে”। এই হুমকি ও জিডির ঘটনায় নাটোরে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাটোর কারাগারের জেলার শেখ মোঃ রাসেল বলেছেন, এমন হুমকিতে তিনি ভয় পাননি, নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছেন। নাটোর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার সালমা খাতুন থানায় এ বিষয়ে জিডি এন্টির সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর