মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এশিয়ার ৩ দেশে দূতাবাস বন্ধ করতে যাচ্ছে ফিনল্যান্ড

অনলাইন ডেস্ক: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

এশিয়ার তিন দেশ-পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কার্যক্রম ও কৌশলগত কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৬ সালে ইসলামাবাদ, কাবুল এবং ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসগুলো বন্ধের সিদ্ধান্ত কার্যক্রম ও কৌশলগত কারণের সঙ্গে যুক্ত, যা সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘দূতাবাস বন্ধের সিদ্ধান্ত প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে কার্যকর হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনটি দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি ‘ইতোমধ্যে শুরু হয়েছে’ এবং ২০২৬ সালের মধ্যেই এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফিনল্যান্ডের কূটনৈতিক মিশনের নেটওয়ার্ক নিয়ে পরিচালিত ‘কৌশলগত পর্যালোচনার’ অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এতে ফিনল্যান্ডের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির স্বার্থ এবং রপ্তানি উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনীয়তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে কার্যক্রম বৃদ্ধি করা।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন, ‘আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিদেশে ফিনল্যান্ডের নেটওয়ার্ককে উন্নত করব। আমাদের কার্যপরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। পরিকল্পিত পরিবর্তনগুলো আমাদেরকে আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গড়তে সহায়তা করবে এবং আমাদের অগ্রাধিকার অনুযায়ী ফিনল্যান্ডের বৈদেশিক সম্পর্ক পরিচালনা সহজ করবে।’

উল্লেখ্য, বাজেট সংকটের কারণে ২০১২ সালে পাকিস্তানে কার্যক্রম স্থগিত করেছিল ফিনল্যান্ড। তবে ২০২২ সালে দূতাবাসটি পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে নিরাপত্তাজনিত কারণে আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনও পাকিস্তানে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল।

সূত্র: ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর