মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ৪৫ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই ২৭টির

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটে ৪৫ ইটভাটর পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই ২৭টির। জেলায় সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবাধে চলে আসছে বেশিরভাগ ইটভাটা। এতে চরম ক্ষতির মুখে পড়েছে ভাটা এলাকার ফসলি জমি, বিভিন্ন গাছপালা ও পরিবেশ। আর ভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠছে জনজীবন। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কার্যকরী তেমন কোন পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান নয় । এতে চরম ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও জেলা পরিবেশ অধিদফতর ও প্রশাসন এসব অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হাট-বাজারসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের আশপাশে বা ফসলি জমিতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এ আইনের বাস্তবায়ন নেই এ জেলায়। সরকারি নিয়ম না মেনেই জেলায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ৪৫টি ইটভাটা। এর বেশিরভাগেরই নেই লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র। অভিযোগ রয়েছে, ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় জেলাজুড়ে দেদারসে চালাচ্ছেন এমন অবৈধ ইটভাটা। আবার বিগত বছরগুলোতে জেলার কোনো কোনো ভাটাতে শিশু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে এবছরও তার ব্যতিক্রম নয় যদিও চলতি মৌসুমে ইটভাটাগুলোর কার্যক্রম সবে শুরু । এছাড়া আইন অমান্য করে বিগত বছরগুলোতে পোড়ানো হয়েছে কাঠ খড়ি। আর এসব ইটভাটার কালো ধোয়ায় বিষিয়ে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্টসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয় মানুষ, বিপর্যয় হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে ক্ষতি হচ্ছে ভাটা এলাকার বিভিন্ন গাছপালা, ফল-মূল ও ফসল। আইনকে তোয়াক্কা না করেই চলছে এসব ভাটা। তাই প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার সময় এখনি বলে মনে করেন তারা।

জেলার সদর উপজেলার তাজপুর গ্রামের ললিত নামের এক ব্যক্তি বলেন, ইটভাটার কারণে বাড়ির পাশের ফুলমূল ও গাছপালার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে ফসলেরও।’ একই গ্রামের জয়ন্তী বলেন, ‘ভাটার কার্যক্রম যখন শেষের দিকে তখন বিষাক্ত ধোয়া ছেড়ে দেওয়া হয়। এতে ফলমূল ও জমির ধান নষ্ট হয়ে যায়। আমের গাছে ওষুধ দিয়েও কাজ হয় না, ঝড়ে যায় আমের বুঁড়ি।’

জেল সদরের বেলআমলা গ্রামের আনোয়ার বলেন, ‘আমাদের এই এলাকায় কয়েকটি ইট ভাটা আছে। এজন্য ফসলের অনেক ক্ষতি হয়। এছাড়া অতিরিক্ত ট্রাক্টর চলাচল করার কারণে সড়ক নষ্ট হয়ে গেছে। আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়।’ পুরানাপৈল এলাকার এমরান বলেন, ‘ইটভাটার কারণে আমাদের জমির ফসল ও গাছের ফলমূল ভালোমতো হয় না। ভাটা চালুর সময় প্রতিদিন অসংখ্য ট্রাক্টর চলাচল করে। এতে ধুলাবালির কারণে আমাদের ও বাচ্চাদের চলাচল করা অসুবিধা হয়ে গেছে। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া খুবি দরকার।’

নিয়ম মেনে ভাটা চলছে কিনা এ বিষয়ে জানতে চাইলে, সদর উপজেলার তাজপুর এলাকার ভাটা মালিক আফতাব আলী কথা বলতে রাজী হননি। তবে পুরানাপৈল এলাকার ভাটা মালিক লেবু হাজী বলেন, আমরাতো নিয়ম মেনেই ভাটা পরিচালনা করছি।’

বেলআমলা এলাকার ভাটা মালিক মতিয়র বলেন, ‘একজনের কাছ থেকে ভাটাটি কিনে নিয়েছি। এরপর সদস্য হওয়ার জন্য সমিতিকে ১ লাখ টাকা ফি দিয়েছি। বিভিন্ন জায়গায় ব্যয় হয় বলে এই টাকা নিয়েছে। আমার ভাটার পরিবেশ ছাড়পত্রের জন্য অনলাইনে দরখাস্ত করেছি। পরিবেশ ছাড়পত্র না থাকলে তো লাইসেন্স দিবে না।

তিনি বলেন, দেশে এতো ভাটা, সবার কি পরিবেশ ছাড়পত্র আছে কি? তারা যেভাবে ভাটা চালাচ্ছে আমিও সেইভাবে চালাচ্ছি।’

জয়পুরহাট জেলা ইটভাটা মালিক সমিতি ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল বলেন, আমরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিই। এজন্য জেলায় অবৈধ কোনো ইটভাটা নেই। সব ইট ভাটায় বৈধ।’

অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের এবারের প্রস্তুতি কেমন জানতে চাইলে, পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিকের আশপাশে ও কৃষি জমিতে ইটভাটা গড়ে তোলা যাবে না। এ জেলায় ৪৫টি ইটভাটা রয়েছে। তার মধ্যে ২৭টি ইট ভাটার পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই,১৮ টির আছে। ২৭টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই কেন? এমন প্রশ্নের জবাবে, মোহাম্মদ ফারুক হোসেন আরও বলেন, পরিবেশগত দিক থেকে ওই ইটভাটা পরিবেশ ছাড়পত্র নবায়ন পাওয়াে অযোগ্য তাই নবায়ন হয়নি। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এ জন্য জেলা প্রশাসক মহদয়ের সাথে এবিষয়ে কথাও হয়েছে।

ইটভাটার মৌসুম শুরু, জেলায় অবৈধ ইটভাটা বা পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই এমন ইটভাটা মালকেদের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলা প্রশাসন।এমন প্রশ্নের জবাবে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া বলেন, নীতিমালার আলোকে জেলা প্রশাসন ইটভাটার লাইসেন্স দিয়ে থাকেন। সেক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র থাকতে হবে। জেলা প্রশাসন থেকে পরিবেশ ছাড়পত্র বিহীন কোনো লাইসেন্স অনুমোদন করা হয় না। আমি নতুন এসেছি, তবে যাদের পরিবেশ চাড়পত্র নবায়ন নেই তাদের ভাটা চলবেনা,আর এসব বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানান জেলার এই শীর্ষ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর