রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম, চারঘাটে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার। 


তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণের ওপর গুরুত্বারোপ করেন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মোতাওয়াক্কিল রহমান।

 বিশেষ অতিথিবৃন্দ নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ প্রক্রিয়ায় সমন্বিত দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।



কর্মশালায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস। 


সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা নির্বাচন ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি এবং তাঁদের দক্ষতা ও সততার ওপর নির্বাচন ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করে।

কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি, গণভোট পরিচালনা, ফলাফল প্রেরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর