সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বললেন জন্টি রোডস

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
- জন্টি রোডস

দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস বলেছেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখার চেষ্টা সবসময় করা হলেও বাস্তবে তা সব ক্ষেত্রে সম্ভব হয় না। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

শনিবার এক প্রতিক্রিয়ায় জন্টি রোডস বলেন, “আমরা সবসময় ভাবি—খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, খেলাধুলা আর রাজনীতিকে পুরোপুরি আলাদা করা যায় না।”

এদিকে শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ ম্যাচ সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসি জানায়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণে বিসিবি অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই, এমন মূল্যায়নের ভিত্তিতে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালিয়েছে। এ সময় একাধিক ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়।

আইসিসি জানায়, কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল এবং বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছিল। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে এসব নিরাপত্তা নিশ্চয়তা বারবার প্রদান করা হয়।

আইসিসির মূল্যায়নে সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব বিষয় ও সামগ্রিক প্রভাব সতর্কতার সঙ্গে বিবেচনা করে আইসিসি মনে করে, প্রকাশিত টুর্নামেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয়। একই সঙ্গে সূচির অখণ্ডতা, প্রতিযোগিতার নিরপেক্ষতা এবং অংশগ্রহণকারী দল ও সমর্থকদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুসারে বিকল্প দল নির্বাচনের কার্যক্রম শুরু করে।

আইসিসি জানায়, টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে থাকায় স্কটল্যান্ডকে প্রতিস্থাপক দল হিসেবে নির্বাচন করা হয়েছে। বর্তমানে স্কটল্যান্ড টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে রয়েছে, তারা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর