” সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা কেন্দ্রীয় সমবয় সমিতির সভাপতি মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীগণ ও সমবায়ী সদস্যরা।