ফের বাবা হতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রামচরণ, সম্প্রতি এমনই গুঞ্জন রটেছে। ক্লিন কারা কোনিডেলা নামের তার এক কন্যাসন্তান রয়েছে।
বিয়ের ১০ বছরের মাথায় প্রথমবার কন্যাসন্তানের বাবা-মা হন রামচরণ ও তার স্ত্রী উপাসনা। মেয়ের দুই বছর হতে না হতেই ফের সুখবর দিলেন এ তারকা দম্পতি।
সরাসরি না হলেও অভিনেতার স্ত্রী উপাসনা সম্প্রতি দীপাবলির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন লেখেন, এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞবোধ করছি। খুব শিগগিরই নতুন একটা শুরু করতে চলেছি।
তার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে সকলেই কানাঘুষা শুরু করছেন তাহলে কি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা?
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি রামচরণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে।
বলিউডে একের পর এক তারকা বাবা-মা হওয়ার খবর দিচ্ছেন। তালিকায় রয়েছেন ক্যাটরিনা-ভিকি, রাজকুমার-পত্রলেখারা।