বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এর সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এর সাধারণ সভা বীরগঞ্জ শালবন মিলনায়তনে ২৫ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

সার ব্যবসায়ী মোঃ নুর আলমের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সাবেক ভিপি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

এসময় বক্ত্যারা বলেন, কৃষি অফিসের সহযোগিতায় ডিলারেরা সার সঠিক ভাবে না দিয়ে কৃষদের সমস্যায় ফেলে। আমরা ক্ষুদ্র সার ব্যবসায়ী সদস্যরা কৃষকদের বাড়ীর দ্বার প্রান্তে সঠিক সময়ে সার সরবরাহ করি বলেই কৃষকরা সার পেয়ে খাদ্যশস্য উৎপাদনে সফলতা অর্জন করে। সার কিনে কৃষদের কাছে বিক্রি করে আমরা হই কালোবাজারি ব্যবসায়ী।

দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় ২০০৬ সালে লাইসেন্স দেয়। যার নং-১১। বিগত সরকারে আমলে কৃষি দপ্তর সহ সরকারের সহযোগিতা না পাওয়ায় আলোর মুখ দেখতে পায়নি সংগঠনটি। আগামীতে আপনাদের সাথে নিয়ে কৃষকদের উন্নয়নে পাশে থাকার অঙ্গিকার করছি।

অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন সার ব্যবসায়ী আবদুল খালেকসাহাদৎ হোসেনসুদেব সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর