২৫ অক্টোবর (শনিবার) দুপুর ২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোছাঃ আমিনা বেগম অনন্যা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রায়গঞ্জ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক দেল – অর জাহান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মশিউর রহমান,নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রেজওয়ানুল হক প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি,বিজয়া রানী ও সানজিদা সিদ্দিকা ।
বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।