অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি এখন ইতিহাস গড়ার পথে। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ অ্যাশেজ টেস্টের আগে ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।
এক ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ার কোনো উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রান করার কৃতিত্ব এখনো অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০১ সালে গিলক্রিস্ট ১৯ ইনিংসে করেছিলেন ৮৭০ রান। চলতি বছরে সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছেই পৌঁছে গেছেন ক্যারি।
২০২৫ সালে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৭৪৩ রান করেছেন ক্যারি। তার গড় ৫৩ দশমিক ০৭। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। ধারাবাহিক এই পারফরম্যান্সে তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।
চলমান অ্যাশেজ সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক। চার ইনিংসে ২৬৭ রান নিয়ে তিনি সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৬ দশমিক ৭৫, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। অ্যাডিলেড টেস্টে করা সেই সেঞ্চুরির সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ক্যারি।
এখন মেলবোর্ন টেস্টে ক্যারির প্রয়োজন মাত্র ১২৮ রান। এই রান করতে পারলেই তিনি গিলক্রিস্টের ২০০১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও ক্যারির অবদান চোখে পড়ার মতো। তার ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।