শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিজয় দিবস উপলক্ষে ৫ বন্দির সাজা মওকুফ, মুক্তি শিগগির মা-মেয়েকে হত্যার পর যেখানে আত্মগোপনে ছিলেন গৃহকর্মী, স্বামী আটক কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই: র‌্যাব মুখপাত্র সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান বিএনপি সমর্থিতদের ৩৮ দোকান বন্ধ করে দিলো জামায়াত নেতাকর্মীরা সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলা, আহত ১৫ এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্যাকআপের জন্য পাসকি সুবিধা আনলো হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের তালিকায় বর্তমান বিশ্বে জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রায় ৩০০ কোটি মানুষ যোগাযোগ রক্ষা করতে ব্যবহার করছে এ প্ল্যাটফর্ম। বিপুল সংখ্যক ব্যবহারীদের জন্য কথা মাথায় রেখে প্রায় সময় নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় তার।

এবার গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা ফিচারের ফলে এখন থেকে পাসওয়ার্ড বা জটিল এনক্রিপশন কোড মনে রাখার প্রয়োজন হবে না।

নতুন আপডেটের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন থেকে চ্যাট ইতিহাস ব্যাকআপকে পাসকি-এনক্রিপ্টেড সিস্টেমে সুরক্ষিত রাখতে পারবেন। ব্যবহারকারীরা শুধু মুখের ছাপ, আঙুলের ছাপ বা ফোনের স্ক্রিন লক কোড ব্যবহার করেই ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট ব্যাকআপে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন সুবিধা চালু করেছিল। যা সে সময় বড় কোনো মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী উদ্যোগ। তবে সেই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের এনক্রিপশন কোড সংরক্ষণ করতে হতো।

এতে ফোন হারানো বা নতুন ডিভাইসে স্থানান্তরের সময় সমস্যায় পড়তেন অনেকেই। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর ফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন—যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক—ব্যবহার করেই এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে।

পাসকি ফিচার ব্যবহার করার ধাপ

নতুন পাসকি ফিচার চালু করতে ব্যবহারকারীদের করতে হবে:

Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup অপশনটি নির্বাচন। এরপর ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ফোনের স্ক্রিন লক কোড ব্যবহার করে চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন।

পাসকি এনক্রিপশন সক্রিয় করার পর চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ কিংবা আইক্লাউড কেউই দেখতে পারবে না। অর্থাৎ ব্যবহারকারীর চ্যাট ইতিহাস, ছবি, ভিডিও ও ভয়েস নোট সম্পূর্ণরূপে থাকবে তার নিজের নিয়ন্ত্রণে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নিরাপত্তা সুবিধাটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর