মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা বাস্তবায়নের উপর আলোচনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে সিরাজগঞ্জ সলঙ্গায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) বিকেলে উপজেলার ভুঁইয়াগাতী বাজারে ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের আয়োজনে সমাবেশ হয়।

ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের সু-যোগ্য পুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাহিদ মান্নান লেলিন।

প্রধান অতিথির বক্তব্যে রাহিদ মান্নান লেলিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে, তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি স্বাধীনতার ঘোষক। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে তাই আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয় হবে ইনশাআল্লাহ। বিএনপির সরকার গঠন করলে ধামাইনগর ইউনিয়নের শিল্প কারখানা গড়ে উঠেছে ঐখানে শিল্পাঅঞ্চল ঘোষনার চেষ্টা করবো। বর্তমান সময়ে ছেলে মেয়েদের হাতে স্মাট ফোন থাকে। তাই ফিলান্সিং এর জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করবো, প্রশিক্ষন নিয়ে ফ্রিলান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জণ করতে পারবে এবং বেকার সমস্যা সমাধান হবে।

রাহিদ মান্নান লেলিন বলেন, বিএনপি ক্ষমতায় আসলপ নারী শিক্ষা প্রসার, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, নিরাক্ষর মুক্ত শিক্ষা ব্যবস্থা, কৃষকদের ঋণ মৌকুফ করা হবে। যুব উন্নয়ন প্রশিক্ষনের মাধ্যমে মৎস, গবাদি পশু পালন আত্ত নির্ভরশীল করে তোলা হবে। চলবিলের মৎস নিয়ে হিমাগার স্থাপন এবং বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। স্বাস্থ্য খাতে উন্নয়নে হাসপাতাল গুলো আধুনিক করনের মাধ্যমে স্বাস্থ্য সেবার নিশ্চিত করা হবে এবং নাসিং কলেজ প্রতিষ্ঠা করা হবে।

প্রধান অতিথি বলেন, আপনারা জানেন আমার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দিন প্রতিহিংসার রাজনীতি করেননি এবং দলমত নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার করেছে। অন্যায়কে প্রশ্চয় দেয়নি। আমিও তাঁর নীতি আদর্শ নিয়ে আপনাদের পরামর্শে পথ চলতে চাই। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় থাকতে চাই। বাবার অসমাপ্ত কাজ গুলো বিশেষ করে গ্রামীন রাস্তা গুলো পাকা করনের করা হবে। রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় আধুনিক ক্রিকেট ও ফুটবল একাডেমি স্থাপন। মাদক ও সন্ত্রাস মুক্ত রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা গড়ে তোলা হবে।

ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হান্নান চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম, রায়গঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সলঙ্গা থানা যবদলের সাধারণ সম্পাদক শাহীন রেজা, সলঙ্গা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাসুদ রানা, ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর