সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
-ইলিয়াস কাঞ্চন।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, সপ্তাহে পাঁচদিন এই অভিনেতাকে রেডিওথেরাপি দেয়া হচ্ছে।

গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ছাড়া বাকি পাঁচদিন হাসপাতালের থেরাপি সেশনে অংশ নিতে হচ্ছে তাকে।

তিনি আরও জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে আবার চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।

প্রসঙ্গত, গত ২৬শে এপ্রিল অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে পড়লে লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেয়া হয়। গত ৫ই আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর