রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
দায়িত্বনিষ্ঠা ও প্রস্তুতির আহ্বান: পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ শীতার্তদের পাশে বিজিবি: ঢাকায় ৮০০ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ পুলিশের পেছনে জনগণ থাকলেই আইনশৃঙ্খলা নিশ্চিত: পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরের মনোনয়ন কি বাতিল হচ্ছে? নির্বাচন কমিশনে আপিল করলেন শাহ মো. আবু জাফর মোসাব্বির হত্যা: গুলির আগে রেকি, হত্যাকাণ্ড ব্যবসা কেন্দ্রীক ধারণা ডিবির সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার কুড়িগ্রামে সাইক গ্রুপের জব ফেয়ারে ২০০ জনের চাকুরি লাভ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ইনজাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানান, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৫১টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চরাঞ্চলের ১৪টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকলেও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি চরাঞ্চলে দুর্বল ইন্টারনেট সংযোগের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও উলিপুরসহ পাঁচ উপজেলায় মোট ৪৯০ জন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
এদিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইনজামামুল আলম ইনজাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার জন্য ৬৫০ জন সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে।
তিনি আরও জানান, নাশকতাকারীদের একটি তালিকা তাদের হাতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান বলেন,কুড়িগ্রামে সকল দলের মধ্য ভ্রাতৃত্বপ্রতীম সম্পর্ক বিরাজমান রয়েছে, আশাকরি তা অব্যহত থাকবে। যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।সাংবাদিক সাইয়েদ বাবু বলেন, এই নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নির্বাচন সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর